শেখ হাসিনা হত্যাচেষ্টায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিনেতা হাফেজ মাওলানা ইয়াহিয়া (৬৩) মারা গেছে।
শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। ইয়াহিয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন।
তিনি সিলেটের কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রশিদের ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান জানান, সন্ধ্যা ৬টার দিকে মাওলানা ইয়াহিয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত কারা হাসাপাতালে পাঠানো হয়। তার অবস্থার উন্নতি না হলে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরো জানান, মাওলানা ইয়াহিয়া কোটালীপাড়ায় বোমা পেতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত; রমনা বটমূলে বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
২০১২ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন ইয়াহিয়া।