রাশিফল

মেষের সাফল্যতা, সিংহের শারীরিক সমস্যা

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা সাফল্য এনে দেবে। কোনো দ্বন্দ্বমূলক ব্যাপারের জড়িয়ে পড়তে পারেন। প্রেম শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

আপনার প্রাপ্য, পাওনাদারদের কাছে আটকে থাকবে। ব্যবসায়ে অসতর্কতার কারণে লোকসান। দিনটিতে প্রেম ক্ষণস্থায়ী।

মিথুন: (২২মে – ২১ জুন)

কর্মক্ষেত্রের কর্তাব্যক্তিরা আপনার প্রতি খুশি হবেন। পুরনো পরিচিতের সঙ্গে যোগাযোগ। ব্যবসায়ে মিশ্র যোগ বহাল থাকবে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

কল্পনার দ্বারা সময় নষ্ট। প্রেমযোগ মিশ্র। আপনার সফলতা নিজস্ব উদ্যোগের উপর নির্ভরশীল। পথে শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

কর্মযোগে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। রুক্ষ বিবৃতি নিয়ে সতর্ক থাকুন। বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। শারীরিক সমস্যা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কোনো ফলাফল আপনার ধারনার থেকে ভালো হবে। প্রেম যোগ শুভ। পথে ভোগান্তি।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

যোগাযোগ বাড়বে। চাকরিস্থানের উঁচু পদ পেতে পারেন। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতি যোগ। মানসিক হতাশা বহাল থাকবে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

ব্যবসায়ে অর্থ বিনিয়োগ। আত্মীয়কে খুশি করার বৃথা চেষ্টা। প্রেম শুভ। পথে বিভ্রান্তি। আঘাত লাগার সম্ভাবনা।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কর্মক্ষেত্রে দীর্ঘায়ত ঝগড়া মিটে যাবে। ব্যবসায়ে অংশীদারিতে নতুন উদ্যোগ। আর্থিক যোগ শুভ। প্রেম যোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

বিচক্ষণতায় দ্বারা অন্যরা সন্তুষ্ট হবে। কর্মযোগে নতুন দায়িত্ব বৃদ্ধি। ব্যবসায়ে পরিকল্পনা। প্রেমযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

পছন্দের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আত্মীয় দ্বারা দাম্পত্য জীবনে বিতর্ক আসতে পারে। প্রেমে বাধা। কর্মযোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

ব্যবসায়ে বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। আর্থিক উন্নতির জন্য অপেক্ষার প্রয়োজন। প্রেম শুভ। পানিজাতীয় সমস্যায় ভোগান্তি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button