কালিয়াকৈরে নিখোঁজের ৭ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলায় নিখোঁজের সাত দিন পর এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার ঢালজোড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রী আঁখি (১৩) ঢালজোড়া এলাকার আব্দুল আলীমের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, আঁখি গত ২৩ জুলাই সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। বুধবার ঢালজোড়া মরাডাঙ্গা বিল সংলগ্ন পুকুর পাড়ে নিহতের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন।
তিনি আরো জানান, লাশের গলায় উড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে।