গাজীপুর
বন্ধুরা পিটিয়ে হত্যা করলো আলামিনকে!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টাকা লেনদেন নিয়ে পূর্বশত্রুতার জেরে দক্ষিণ সালনায় আলামিন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে তার বন্ধুরা।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত আলামিন বাসন থানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সকালে দক্ষিণ সালনা এলাকায় টাকা পয়সা লেনদেন নিয়ে আলামিন ও তার বন্ধুদের ঝগড়া হয়। এক পর্যায়ে তার বন্ধুরা তাকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।