ব্রাজিলে কারাগারে দু’দলের সংঘর্ষে নিহত ৫২
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের কারাগারে প্রতিদ্বন্দ্বী দু’দলের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছেন।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পেরে রাজ্যের আলতামিরা কারাগারের এক ভবনের কয়েদিরা অপর ভবনের কেয়েদিদের ওপর এ হামলা চালায়।
সংঘর্ষ চলাকালে কারাগারের দুজন কর্মকর্তাকে জিম্মি করা হয়। তাদেরকে মুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলন করে কারা কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১৬ জনের মাথা কাটা মরদেহ পাওয়া গেছে। এছাড়া সংঘর্ষের এক পর্যায়ে কারাগারের কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান অনেকে।
কর্মকর্তারা আরও জানান, স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই সংঘর্ষ শেষ হয় দুপুরের দিকে।
জানা গেছে, ব্রাজিলে প্রায়ই কারাদাঙ্গার ঘটনা ঘটে। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ব্রাজিলের কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় প্রায় ১৫০ বন্দি নিহত হয়েছিলেন।
এছাড়া গত মে মাসে আমাজন রাজ্যের মানাউসে চারটি কারাগারে একই দিনের ৪০ জন দাঙ্গায় নিহত হয়েছিলেন।