ডেঙ্গু টেস্টে ফি নিলে বেশি কল করুন মন্ত্রণালয়ের মনিটরিং সেলে
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ডেঙ্গু রোগ সংক্রান্ত সব পরীক্ষা সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ পাঁচশ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি ফি নিচ্ছে কিনা- তা পর্যবেক্ষণ করতে একটি মনিটরিং সেল খুলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের নির্দশনায় বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ২৮ জুলাই থেকে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট টেস্টগুলোর নতুন মূল্য নির্ধারণ করা হয়।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানান, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু রোগ সংক্রান্ত সব পরীক্ষায় হাসপাতালগুলোতে যে মূল্য নির্ধারণ করা হয়েছে, তা না মানলে জরুরি ফোন করুন।
‘মিনিস্টার মনিটরিং সেল’, হটলাইন: ০১৩১৪-৭৬৬০৬৯, ০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬, ০২-৪৭১২০৫৫৭। ইমেইল: ministermonitoringcell@gmail.com.