দুদকের জালে ঘুষের টাকাসহ গৃহায়নের প্রকৌশলী গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঘুষের ৬০ হাজার টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে, রোববার রাতে দিনাজপুরের তার নিজ কার্যালয় থেকে টাকাসহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি বরাদ্দ কমিটির সভায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি বাড়ি নাজমুন্নাহার নামের একজনকে বরাদ্দ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অনুমোদনের দেড় বছর অতিক্রান্ত হলেও বাড়িটি বরাদ্দ না দিয়ে তাকে হয়রানি করছিল। ভুক্তভোগী তাদেরকে বারবার অনুরোধ করলে নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন ও উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ বরাদ্দ পত্র প্রদানের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী দুদকের সাহায্য কামনা করলে উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি অ্যানফোর্সমেন্ট টিম গঠিত হয়। পরবর্তীতে রাত সাড়ে ৮টায় টিম আবেদনকারীর নিকট হতে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণকালে নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসাইনকে হাতে-নাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।