আলোচিত

নারায়ণগঞ্জের সেই সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জে প্রকাশ্যে ঘুষ নেওয়া সেই সাব রেজিস্ট্রারকে আজ (২৫ মার্চ) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছহাক আলী মণ্ডল নামের এই ব্যক্তির টাকার বিনিময়ে দলিলে স্বাক্ষর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

গোপনে ধারণকৃত ভিডিওটিতে দেখা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ভারপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডল অফিসে কাজ করার সময় প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন। সরকারের রেজিস্ট্রি বিভাগ ঘুষ নেওয়ার ঘটনাটিকে নিয়ম বহির্ভূত বলে উল্লেখ করেছে।

এমন অবৈধ কাজের জন্যে তাকে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শানোর জন্যেও বলা হয়েছে।

গত ২২ মার্চ ধারণকৃত ভিডিওটিতে দেখা যায় এছহাক আলী তার ডেস্কে বসে লোকজনদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ফাইলে স্বাক্ষর করছেন।

সম্ভবত সেলফোনের ক্যামেরায় এই দৃশ্য ধারণ করা হয়। এরপর, তা ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘুষ নেওয়ার ভিডিও

 

আরো জানতে…

নারায়ণগঞ্জে সাব-রেজিস্ট্রারের ঘুষ নেওয়ার ভিডিও, মিনিটেই ৩ ফাইল স্বাক্ষর

জালিয়াতির ‘মাস্টার’ এক সাব-রেজিস্ট্রার, জমি লিখে নিতে মালিককে অপহরণ

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button