দহনের পর মুক্তি পেল ‘দহন’ শর্টফিল্ম
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : গত ৩০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো রায়হান রাফি পরিচালিত দেশীয় সিনেমা দহন। এবার নতুন খবর হলো রায়হান রাফির দহনের পর আবারও মুক্তি পেল ‘দহন’ শর্টফিল্ম। তবে এই ‘দহন শিরোনামের স্বল্পদৈর্ঘ শর্টফিল্মটি নির্মাণ করেছেন গাজী শাহজাহান। নতুন আঙ্গিকে দর্শকদের জন্য নতুন কিছু মেসেজ রয়েছে শাহজাহান পরিচালিত ‘দহন’ শর্টফিল্মে।
‘দহন’ স্বল্পদৈর্ঘ শর্টফিল্মটিতে অভিনয় করেছেন, ঝিনুক মনি, রাহাত র্মিদা ও পরিচালক নিজেই। ভিডিওটি প্রকাশ পেয়েছে নন্দিনী ফিল্ম’স ইউটিউব চ্যানেল থেকে। দহন ছাড়াও নন্দিনী ফিল্ম’স এর ব্যনারে খুব শিঘ্রই আসছে প্রথম ভালোবাসার স্পর্শ , টাকার নেশা, বিগ বস শিরোনামের এই তিনটা স্বল্পদৈর্ঘ।
এদিকে জাজ মাল্টিমিডিয়ার প্রোযোজনার রাফির ‘দহন’ সিনেমায় অভিনয় করেছেন, সিয়াম আহমেদ, পুজা চেরি, রিপা রাজ, সাইমুল খান, মনিরা মিঠুসহ আরও অনেক।