টঙ্গীতে ফাঁকা বাসায় ঢুকে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর গাজীপুরা এলাকায় ফাঁকা বাসায় ঢুকে মুন্না আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে এ হত্যাকন্ডের ঘটনা ঘটে।
নিহত মুন্না গাজীপুরার কাজী আবু তালেব একাডেমির ৮ম শ্রেণির ছাত্র ছিল। সে পটুয়াখালীর বাউফলে মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরার একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকে মুন্নার পরিবার। সকালে মুন্নাকে বাড়িতে একা রেখে তার মা ছোট ছেলেকে নিয়ে স্কুলে যান। বাসায় ফিরে দেখেন মুন্নার রক্তাক্ত মৃতদেহ খাটের ওপর পড়ে আছে। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন এবং থানায় খবর দেন।
টঙ্গী পূর্ব থানার এসআই আব্দুস ছালাম জানান, নিহতের গলায় এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকন্ডের ঘটনায় মুন্নার বাবা মিজানুর রহমান (জাহাঙ্গীর) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন বলেন, আমরা ঘাতকদের খুঁজে বের করার চেষ্টা করছি।