কাপাসিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই যুবককে তিন মাসের কারাদণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরসিংহপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে ইব্রাহীম (২৫) এবং মোঃ মুকুল(৩৩) নামে দুই যুবককে মাদক সেবনের জন্য চোলাই মদ রাখায় তিন মাসের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসন।
এছাড়াও প্রায় ১০ লিটার চোলাইমদ, ২৪’শ লিটার জাওয়া এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনূর ইসলামের তত্ত্বাবধায়নে মঙ্গলবার (২৩ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
উল্লেখ্য, উক্ত জাওয়া (ওয়াশ) এবং মদ তৈরীর সরঞ্জাম শ্রী হরি রবিদাশের (৩৫) ঘর থেকে উদ্ধার করা হয়। কিন্তু ওই সময় তাকে না পাওয়ায় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।