রাশিফল

মেষের পারিবারিক সমস্যা, বৃশ্চিকের দাম্পত্যে মনোমালিন্য

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
পারিবারিক সমস্যা। কর্মে সফলতা। প্রেমযোগে বাধা। বাস্তব অবস্থা মেনে নিতে নাও চাইতে পারেন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
হাতের কাজ আজ শেষ নাও হতে পারে। জমিবাড়ি কাজে সমস্যা। কর্মক্ষেত্রে নতুন বার্তা বয়ে আসতে পারে।

মিথুন: (২২ মে – ২১ জুন)
কর্মযোগে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় শুভ। প্রেম শুভ। সামাজিক যোগাযোগ বৃদ্ধি।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
যেচে নেওয়া সমস্যা থেকে বের হওয়ার পথ নাও পেতে পারেন। কর্মে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মযোগে বাধা থাকলেও ভাগ্যে সফলতা দেবে। আত্মীয়র উপস্থিতি পারিবারিক সমস্যা জটিল হয়ে উঠতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আলোচনার মাধ্যমেই সমাধানের সূত্র বের হবে। নিকট আত্মীয় দ্বারা চক্রান্তের শিকার হতে পারেন। কর্মে শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কর্মযোগে অর্থনৈতিক লাভের সম্ভাবনা। হাঁপানির সমস্যা কষ্ট দিতে পারে। প্রেমযোগ শুভ নয়। ব্যবসায়ে মিশ্রযোগ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মযোগে সমস্যার মুখোমুখি হতে পারেন। দাম্পত্যে মনোমালিন্য। শিক্ষাযোগে শুভ সূচনা। ব্যবসায়ে শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসায়ে মতবিরোধ। ক্রোধ নিয়ন্ত্রহীন। দিনটিতে চাওয়া-পাওয়ায় সামঞ্জস্যতা নাও থাকতে পারে। প্রেম শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। নিকট আত্মীয় দ্বারা অসম্মানিত হতে পারেন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
পুরনো বন্ধুর সাথে সাক্ষাত। ব্যবসায়ে আর্থিক লাভের যোগ। অবসাদ বা একাকিত্ব সমস্যায় ফেলতে পারে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
তোষামোদ করে আপনাকে খুশি করতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। উপহার লাভ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button