আন্তর্জাতিক

পুলিশ সদর দপ্তরে তালেবান হামলায় নিহত ১২

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণের শহর কান্দাহারে পুলিশ সদর দপ্তরে তালেবানদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আফগান কর্তৃপক্ষ ও তালেবানদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার হামলাটি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তালেবান ও আফগান কর্তৃপক্ষের মধ্যে দফায় দফায় শান্তি আলোচনা চলছিল। সব পক্ষই জানিয়েছিল, শান্তি আলোচনা ফলপ্রসূ হচ্ছে।

তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানিয়েছেন, বৃহস্পতিবারের এই হামলাটি করা হয়েছিল একটি গাড়ি বোমার মাধ্যমে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, বিস্ফোরণের পর পরই হামলাকারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকলে হতাহতের এ ঘটনা ঘটে।

এদিকে কান্দাহারে সরকারি কর্তৃপক্ষের মুখপাত্র বাহির আহমাদি এএফপিকে জানিয়েছেন, ভয়াবহ সেই হামলায় ৯ জন বেসামরিক লোকসহ ১২ জন নিহত হয়েছেন। এছাড়া ৮৯ জন আহত হয়েছে।

দেশটির পুলিশ প্রধান তাদিন খান জানিয়েছেন, আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। হামলায় বেশকিছু যানবাহন পুড়ে গেছে। এলাকাটিতে আফগান সেনাবাহিনী ও মার্কিন হেলিকপ্টার টহল দিচ্ছে।

স্থানীয় গভর্নর হায়াতুল্লাহ হায়াত জানিয়েছেন, হামলাকারীদের উদ্দেশ্যে যেখানে ‘শুদ্ধি অভিযান’ চলছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button