রাজনীতি
জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন জিএম কাদের
গাজীপুর কণ্ঠ, রাজনৈতিক ডেস্ক : এখন থেকে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের পূর্বের ঘোষণা অনুযায়ী জিএম কাদের আজকে থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান। আপনারা জানেন, এরশাদ জীবিত থাকা অবস্থায় ২০ এর ১/ক ধারা অনুযায়ী ওনার অবর্তমানে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে গেছেন।’
এসময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, দলের প্রেসিডিয়াম সদস্য ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপিসহ নেতারা উপস্থিত ছিলেন।