কালিয়াকৈরে বড় ভাইকে কুপিয়ে খুন
গাজীপুর কণ্ঠ : কালিয়াকৈরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে খুন করেছে ছোট ভাই। এ ঘটনায় আহত হয়েছে বড়ভাইয়ের স্ত্রীসহ আরো দুজন।
বুধবার উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত ছোট ভাইসহ দুজনকে আটক করেছে।
নিহত মো. মোস্তফা (৫৫) জাথালিয়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন- নিহতের স্ত্রী জরিনা বেগম (৪০) ও ভাই মো. আব্বাস (৫০)। গুরুতর অবস্থায় তাদের মির্জাপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো- নিহতের ছোট ভাই মোতালেব (৪৫) ও তার বন্ধু রফিক (৪০)। রফিক প্রতিবেশী ইদ্রিস আলীর ছেলে।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ এসআই মিনহাজ জানান, মোস্তফাসহ তার চার ভাই ও এক চাচা তাদের বাড়িতে থাকা একটি টিউবওয়েলের পানি ব্যবহার করেন। টিউবওয়েলে সমস্য দেখা দিলে তা মেরামত করা নিয়ে বেলা ১১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়।
এক পর্যায়ে ছোটভাই মোতালেব ঘর থেকে চাপাতি ও চাকু এনে মোস্তফাকে উপর্যুপুরি আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ছোট ভাই মোতালেব ও তার বন্ধু রফিককে আটক করা হয়েছে।