নগপাড়া এলাকায় গণধর্ষণের মূলহোতা গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের নগপাড়া এলাকার চাঞ্চল্যকর গণধর্ষণের হোতা হৃদয় হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হৃদয় হোসেন সিটি করপোরেশনের বারবৈকা এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ৩ জুলাই নগপাড়া এলাকার এক নারীকে ৪/৫ জন ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ করে পরিবারের কাছে পাঠায়। বিষয়টি প্রকাশ না করতে তারা ভিকটিমকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং জীবননাশের হুমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে ভিকটিমের পরিবার র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পে সাহায্য চায়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বারবৈকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব আরো জানায়, হৃদয় হোসেন ধর্ষণের হোতা। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন- পাঁচ বন্ধু মিলে ওই নারীকে তুলে নিয়ে একটি রুমে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। তার বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।