গাজীপুর

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ভবঘুরে এক বৃদ্ধের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী-ভৈরব রেলপথের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে হাফিজ উদ্দিন (৫৫) নামে ভবঘুরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া মিশন রেল ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার জেবারাই গ্রামের তবারক আলীর ছেলে।

নিহতের চাচা সাজ উদ্দিন জানান, হাফিজ উদ্দিন ভবঘুরের মতো বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াতো, খোঁজখবর নিতে মাঝে মধ্যে সে বাড়ি আসতো। তবে সর্বশেষ কবে বাড়ি গিয়েছিল সুনির্দিষ্টভাবে তা তিনি বলতে পারেন নি।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, রোববার দুপুরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে তুমলিয়া মিশন রেল ব্রীজ সংলগ্ন রেল লাইনে হাফিজ উদ্দিন নামে ওই বৃদ্ধ ভবঘুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তার কোমর থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও শরীর একাংশ থেকে ১ হাত ও ১ পা বিচ্ছিন্ন ছিল।

তিনি আরো জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরব হয়ে কিশোরগঞ্জগামী ঈসাখাঁ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে হাফিজ উদ্দিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তাদের কাছে মরদেহ হস্থান্তর করা হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button