কালিয়াকৈরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার মদনখালী এলাকায় তুরাগ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উলঙ্গ অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মদনখালী এলাকায় তুরাগ নদীতে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তুরাগ নদ থেকে অর্ধগলিত উলঙ্গ অবস্থায় ওই মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, টাঙ্গাইলের দিক থেকে তুরাগ নদী দিয়ে মরদেহ ভেসে যেতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে মদনখালী এলাকায় নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।