শ্রীপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩, আহত ৭
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় ‘নোমান শিল্প গ্রুপের জারবা টেক্সটাইল মিলস্ লিমিটেড কারখানার’ জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরো ৭ জন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন কর্মচারীরা।
অগ্নিদগ্ধরা হলেন- কারখানার কর্মচারী মিজান (২৭), হাফিজ (৩০) ও রাজীবকে (২৮)। তাদেরকে রাতে ঢাকায় রেফার করা হয়েছিল।
আহতরা হলেন কারখানার রক্ষণাবেক্ষণ কর্মকর্তা বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর রউফ হাওলাদারের ছেলে রিপন মিয়া (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে কারখানার ই-সহকারী প্রকৌশলী খলিল মিয়া (২৪), বরগুনার আমতলী উপজেলার ইসমাইল গাজীর ছেলে কারখানার অগ্নিনির্বাপক কর্মকর্তা সিদ্দিকুর রহমান (৩৮), রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাদশা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫), সাইফুল (২৬)। অন্যদের নাম জানা যায় নি।
স্থানীয় মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো: নাজমুল হাসান জানান, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৩ জনসহ আহত ১০ জন এ হাসপাতালে চিকিৎসা নেন। দগ্ধ ৩ জনকে রাতে ঢাকায় রেফার করা হয়েছিল। সেখান থেকে তারা চিকিৎসা নিয়ে ফের এই হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা রাম প্রাসাদ পাল জানান, রাত সাড়ে ৯টার দিকে কারখানার জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাসের অতিরিক্ত চাপের কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তার ধারণা।