গাজীপুর
কালিয়াকৈরে ট্রাকচাপায় নিহত এক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে ট্রাকচাপায় মহিউদ্দিন (৩২) নামে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকার নূর ইসলামের ছেলে। তিনি গ্রাম্য চিকিৎসক ছিলেন।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকা থেকে বাজার করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মহিউদ্দিন। এ সময় গাজীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।