কুম্ভের আর্থিক সমস্যা, কন্যার হঠাৎ প্রেম
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মক্ষেত্রে বিরক্ত তিক্ততায় পরিণত হতে পারে। ব্যবসায় মূলধন বিনিয়োগ। আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেমে সমস্যা। সম্পর্ক ভাঙনের সম্ভাবনা। আর্থিক স্বচ্ছলতা। পরিবারে শারীরিক সমস্যা। সম্পত্তি কেনার পরিকল্পনা।
মিথুন: (২২ মে – ২১ জুন)
কর্মযোগে উন্নতি। আর্থিকযোগ শুভ। ব্যবসায়ে সফলতা। শারীরিক সমস্যা। বিদেশ যাত্রার পরিকল্পনা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
শারীরিক ব্যথা-বেদনা। আর্থিক দিকে সুখবর আসতে পারে। কর্মযোগে নতুন উদ্যম। প্রেমযোগ শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
রোজকার একই কাজের মধ্য দিনটিতে নতুনত্বের স্বাদ। প্রেমের সম্পর্কে উন্নতি। বিদেশ ভ্রমণের পরিকল্পনা।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শারীরিক সমস্যা। হঠাৎ প্রেমে পড়তে পারেন। আর্থিকযোগ শুভ। ব্যবসায়ে মন্দা। চিকিৎসায় ব্যয়।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
মানসিক অস্থিরতা। পরিবারে সময় না দেওয়ার কারণে সমস্যা। আর্থিক ক্ষতি। প্রেমের সম্পর্কে সমস্যা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা। প্রেমে কষ্ট। আর্থিক ক্ষতি। মানসিক হতাশা। ব্যবসায়ে মিশ্র। বিদেশ ভ্রমণের যোগ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বাধার সম্মুখীন। প্রেমে মিষ্টতা। হঠাৎ প্রাপ্তি। পারিবারিক সমস্যা। মানসিক অস্থিরতা। আর্থিকযোগ শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেম নিয়ে সমস্যা থাকবে। ব্যবসায়ে মিশ্রযোগ। আর্থিক ক্ষতি। পথে ভোগান্তি। শারীরিক অক্ষমতা।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রত্যুৎপন্নমতির দ্বারা কাজ হাসিল। আর্থিক সমস্যা। প্রেম নিয়ে সমস্যা থাকবে। সঞ্চয়ের ইচ্ছা। ব্যবসায়ে শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেম সম্পর্ক নিয়ে সমস্যায় পড়তে পারেন। শিক্ষায় শুভযোগ। আর্থিক চিন্তা। কর্মক্ষেত্রে সমস্যা।