কুম্ভের শারীরিক সমস্যা, কর্মক্ষেত্রে উত্তেজনা তুলার
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
শেষ মুহূর্তের কোনো পরিবর্তন। পরিকল্পনায় চ্যালেঞ্জে। প্রেমে হতাশা। শিক্ষায় শুভ। আঘাত লাগার সম্ভবনা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বন্ধুর আচরণ আপনাকে বিরক্ত করতে পারে। হাতের কাজ সময় মতো শেষ করতে না পারায় সমস্যা। প্রেমযোগ মিশ্র।
মিথুন: (২২মে – ২১ জুন)
বাইরের সমস্যা দ্বারা পরিবারের শান্তি বিঘ্নিত। উন্নতির যোগ থাকলেও কোনো একজন ব্যক্তির প্রভাবে নষ্ট হতে পারে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কথাবার্তা শুনেই বিশ্বাস না করাই শ্রেয়। কর্মযোগে শুভ খবর আসার সম্ভাবনা। প্রেমযোগ মোটের উপর শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আপনাকে প্রভাবিত করে এমন কিছু করিয়ে নেওয়া হতে পারে, যা আপনি মন থেকে করতে চান না।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অন্যের কথার দ্বারা মনে আঘাত পেতে পারেন। আপনাকে তোল্লাই দিয়ে কাজ আদায়ের চেষ্টা হতে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পারিবারিক বিষয়ে আপোষ। প্রেম নিয়ে জটিলতা। কর্মক্ষেত্রে উত্তেজনা। আর্থিক ক্ষেত্রে সমস্যা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মাথা গরমে সুযোগ হাত ছাড়া হওয়ার সম্ভবনা। কর্মে ক্লান্তি। প্রেমে অস্থিরতা। রক্তচাপ সমস্যা।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোনো জরুরি জিনিষ খুঁজে না পাওয়ায় মেজাজ হারাতে পারেন। শিক্ষায় শুভ। ব্যবসায়ে অগ্রগতি।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সহকর্মীর দ্বারা সমস্যা। ব্যবসায়ে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। প্রেমযোগ সমস্যাসঙ্কুল। মধুমেহ রোগে সমস্যা।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শারীরিক সমস্যা। ইচ্ছাশক্তির উদ্যম কম। মানসিক অবসাদ। পরিবারকে পাশে পাবেন। ব্যবসায়ে মিশ্রযোগ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অসৎ কাজ আদায়ের জন্য অর্থের প্রস্তাব পেতে পারেন। প্রেমে সমস্যা। পারিবারিক বিষয়ে সমস্যা কমবে। উচ্চ রক্তচাপ।