আলোচিত

‘অনলাইন গণমাধ্যম নিবন্ধনে’ ৮ হাজারেরও বেশি আবেদন: তথ্যমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের’ জন্য আট হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘সাংবাদিকতা রাত-বিরাতে’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি বলেন, ‘গণতান্ত্রিক সমাজ গড়তে গণমাধ্যমের ভূমিকা খুবই জরুরি। গণমাধ্যম এখন বহুমাত্রিক। গণতান্ত্রিক সমাজ গড়তে গণমাধ্যম খুবই জরুরি। গত ১০ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ হয়েছে। অনলাইনের জন্য ৮ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।’

দেশে ৯ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জানিয়ে তিনি বলেন, ‘এর যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবও ছড়ানো হচ্ছে। এটিকে কীভাবে শৃঙ্খলায় আনা যায়, তা ভাবতে হবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতির ‘বড় হুমকি’অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘যারা ক্ষমতার লোভে পেট্রোলবোমার রাজনীতি করে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মারে, তাদের নেত্রী খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি। বিএন‌পি দে‌শের জনগ‌ণের ভা‌লো চায় না-এটা জনগণ জানে বলেই তাদেরকে এখন আর মানুষ ভোট দেয় না।’

দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ান বিএনপি আওয়ামী লীগের উন্নয়নের অর্জন দেখে সহ্য করতে পারছে না বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। বলেন, ‘আপনারা (বিএনপি) পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য পরির্বতন করেছে, দেশে উন্নয়নের জোয়ার বইছে। তা দেখে আপনাদের ভালো লাগে না। আসলে কোনও অর্জনই বিএনপি সহ্য করতে পারে না।”

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন ঢা‌বির সা‌বেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম প্রমুখ।

‘সাংবাদিকতা রাত-বিরাতে’বইটি লিখেছেন সংবাদ সংস্থা ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button