রাশিফল

বৃষের কাজে বাধা, মেষের ব্যবসায় লাভ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
মতবিনিময়। সম্পর্কের গভীরতা বাড়বে। কর্মে মিশ্র যোগের প্রভাব। ব্যবসায়ে আর্থিক লাভ। বিদেশ যাত্রার সুযোগ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নতুন পরিচিতি। নতুন কিছুর সৃষ্টি। কাজে বাধা। প্রেম নিয়ে সংশয়। আর্থিক সমস্যা। ভ্রমণের সুযোগ। যাত্রা শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মে ব্যস্ততা। বন্ধু লাভ। কর্মে সফলতা। শারীরিক সমস্যায় ভোগান্তি। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির পথে বাধা। বিদেশ যাত্রার পরিকল্পনা। পথে বাধা। উপহার প্রাপ্তি।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মে বাধা। বিপত্তির সম্ভাবনা। বিদেশ বেরিয়ে আসার সুযোগ। প্রেমযোগ শুভ। সম্পত্তি নিয়ে সমস্যা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মে বাধা। পথে ভোগান্তি। পায়ে আঘাতের সম্ভাবনা আছে। প্রেমে মিশ্র। সমস্যার সমাধান। আর্থিক চিন্তা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
অপরিচিত দ্বারা প্রতারিত। বিনোদনের সুযোগ। নতুন বন্ধু লাভ। নতুন প্রেমের সম্ভাবনা। দাম্পত্য সুখ মিশ্র। কর্মে উন্নতি।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দিনের শেষে আশার আলো। কর্মে বাধা। আর্থিক ক্ষতির সম্ভাবনা। ব্যবসায়ে সমস্যা দেখা দিতে পারে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পারিবারিক সমস্যা থেকে মুক্তি। হাঁটুতে সমস্যা দেখা দিতে পারে। প্রেম-দাম্পত্যে মিশ্র ভাব। কর্মে শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
একাধিক চিন্তায় মনসিক অস্থিরতা। সফলতার সম্ভাবনা। দাম্পত্য যোগ শুভ। ব্যবসায়ে সমস্যার সম্ভাবনা।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কাজে অমনোযোগিতা। ব্যবসায় শুভ যোগ। আর্থিক যোগ শুভ। শিক্ষায় শুভ। দাম্পত্য যোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমে সমস্যা। ইতিবাচক মানসিকতা। ব্যবসায়ে নতুন দিক উন্মোচন। বিনোদনের সুযোগ। আর্থিক যোগ মিশ্র।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button