বদলি-প্রদায়ন
ডিএমপি’র পাঁচ উপ-পুলিশ কমিশনার বদলি
গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফকে উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-পূর্ব বিভাগ, উপ-পুলিশ কমিশনার মো. জোবায়েদুর রহমানকে উপ-পুলিশ কমিশনার পরিবহন বিভাগ, উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে উপ-পুলিশ কমিশনার ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ।
এছাড়া উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মুনতাসিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার লালবাগ বিভাগ এবং উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) মোহাম্মদ ইব্রাহীম খানকে উপ-পুলিশ কমিশনার ওয়ারী বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।