গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সচিব এ টি এম সারওয়ার হোসেন ও তার স্ত্রী নাজমা সারওয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৭ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন সহকারী পরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭ (১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০০২-এর ১৩ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২) ধারায় মামলাটি করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৫২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখার এবং সেসব সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে।