গাজীপুর

দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় ৫ সদস্য আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের উত্তর সালনা এলাকার হেলিবোর্ড বাগানের ভিতরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-১।

রোববার দুপুরে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলো- মহানগরের ভিমবাজার এলাকার আব্দুল কাছেদের ছেলে জুয়েল রানা (৩৪), পোড়াবাড়ি (উত্তর সালনা) এলাকার নুরুল ইসলামের ছেলে খোকন মিয়া (২৬), বাহাদুরপুর এলাকার আঃ খালেকের ছেলে মফিজুল আলম ওরফে মোরশেদ (৪০), ময়মনসিংহের ত্রিশাল থানার পোড়াবাড়ি আব্দুস সালামের আবু তাহের (২৫) এবং সালনা বাজার এলাকার জলিল মোক্তারের ছেলে মেহেদী হাসান ওরফে রনি (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা উত্তর সালনা এলাকার হেলিবোর্ড বাগানের ভিতরে অভিযান চালিয়ে ওই ৫ ডাকাতকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে তিনটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি ছুরি, ৩২পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করেছে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী, প্রাইভেটকার এবং মোটরসাইকেল আরোহীদের মারধর ও অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করত। এমনকি পথচারী নারীদের গণধর্ষণ করে আসছিল তারা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button