কর্নেল পরিচয়ে প্রতারণা: র্যাবের জালে আটক সেনাবাহিনীর অবসর অফিসার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কর্নেল পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক সেনাবাহিনীর অবসর প্রাপ্ত এক ওয়ারেন্ট অফিসারকে আটক করেছে র্যাব-১ এর সদ্যরা।
বৃহস্পতিবার রাতে মহানগরের জোলারপাড় এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে কর্নেল পদবীর (সেনা ও র্যাব) এর ভুয়া আইডি কার্ড, চেক বই, পিস্তল সাদৃশ্য লাইটার পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটক মোঃ সায়েদুজ্জামান (৫৭) চাপাইনবাবগঞ্জ সদর থানার চান্দলাই এলাকার মৃত আলহাজ জিল্লার রহমান ছেলে।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার এবং ২০১১ সালে স্বাভাবিক চাকরি হতে অবসর গ্রহণ করেন।
র্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বৃহস্পতিবার রাত পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে জোলারপাড় এলাকায় র্যাবের এডিজি এবং সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণা করার জন্য অবস্থান করছে।
পরে জোলারপাড় এলাকার জনৈক নিয়াউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে সায়েদুজ্জামানকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে দুইটি কর্নেল পদবীর (সেনা ও র্যাব) এর ভুয়া আইডি কার্ড, একটি ব্যাংকের ৭টি চেক বই, একটি ৭.৬৫ এমএম পিস্তল সাদৃশ্য লাইটার পিস্তল, চারটি মোবাইল ফোন, নগদ ৩২১৮টাকা উদ্ধার করা হয়।
কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন আরো জানান, ধৃত আসামি জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বাংলাদেশ সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবিসহ দেশের বিভিন্ন সরকারি অফিসে চাকরি দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে আসছিলেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কোম্পানি কমান্ডার অফিসার।