গাজীপুর
শ্রীপুরে প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেলের চালক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক বাইসাইকেলের চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি জৈনাবাজার এলাকার আব্দুস ছাত্তার বেপারীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আরএকে সিরামিক কারখানায় চাকরি করতেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মহাসড়কের পাশ ধরে বাইসাইকেল চালিয়ে কারখানা থেকে ফিরছিলেন সিরাজুল ইসলাম। রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে দ্রুত গতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।