রাশিফল

১৬ ডিসেম্বর রোববারের রাশিফল

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রিন্টিংয়ের ব্যবসায় লাভ বৃদ্ধি। কর্মসূত্রে স্থানান্তরিত। ঊর্ধ্বতনরা কাজে খুশি। ইতিবাচক পরিবেশ। আয় ও লাভবৃদ্ধি। প্রেম শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সামাজিক অনুষ্ঠানে সক্রিয় যোগদান। সামাজিক স্বীকৃতি। বিবাহের মত জীবনসঙ্গী খোঁজ পেতে পারেন। ব্যবসায়ে শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)
বারবার মেজাজ পরিবর্তন। প্রিয়জনদের সঙ্গে খারাপ ব্যবহার। কর্মে বিবাদ। দিনের শেষভাগ থেকে শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আর্থিক লাভ। সাফল্যপ্রাপ্তি যোগ। নিজের উদ্যোগে উদ্দীপনা। প্রেম নিয়ে মানসিক চাপ। স্বাস্থ্যহানি।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
প্রেমে হতাশা। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আজ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ সম্পর্ক। বাগবিতণ্ডা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দিনটি অনুকূলে নাও থাকতে পারে। সম্মান ও প্রতিপত্তিহানি। প্রেম নিয়ে হতাশা। ব্যবসায়ে মিশ্রযোগ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যয়বৃদ্ধি। বদমেজাজের জন্য বদনাম। প্রেমের সুযোগ নষ্ট। সময়ে কাজ শেষ না করতে পারায় হতাশা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
জীবনসঙ্গী মিলতে পারে। চাপা উত্তেজনা। তবে মেজাজ নিয়ন্ত্রণ রাখুন। হজমের সমস্যায় ভোগান্তি। শারীরিকভাবে দুর্বলবোধ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ। প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে পারেন। মায়ের থেকে সুসংবাদ। বুদ্ধিদীপ্ত আলোচনায় অংশগ্রহণ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেম নিয়ে অতিমাত্রায় অনুভূতিশীল। দুশ্চিন্তাগ্রস্ত ও বিরক্তকর সময়। অনৈতিক কাজে লিপ্ত হতে পারেন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মেজাজ নিয়ন্ত্রণহীন। রাগ ও কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন। অংশীদারী ব্যবসায় তর্ক-বিতর্ক।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আর্থিক লাভ। আইনি কাজকর্মে ভোগান্তি। আর্থিক লেনদেনে অসাবধান। মনঃসংযোগে ব্যাঘাত। প্রেম নিয়ে চিন্তা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button