‘চাকরি পেতে তদবিরের সুযোগ নেই’: শিক্ষামন্ত্রী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই তদবিরের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার ঢাকা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী একথা বলেন। কলেজের অডিটোরিয়ামে এ নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার চাকরিতে লোক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করেছে। এখন তদবির কিংবা অর্থ-কড়ি দিয়ে চাকরিতে যোগদানের সুযোগ নেই। মেধাবী হলে সে অবশ্যই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং যোগ্যতা অনুযায়ী প্রত্যেকেই তাদের চাকরি পাবে। এক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের সর্বোচ্চটুকু দিয়ে নতুন প্রজন্মকে তৈরি করতে হবে। শিক্ষার্থীদেরকেও তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।