রাশিফল

কুম্ভর প্রেম মধুর, সিংহের দাম্পত্যে কলহ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

প্রেমে সন্দেহ। কর্মে অলসতা। ব্যবসায়ে মিশ্র যোগ। ভ্রমণের পরিকল্পনা। আর্থিক ক্ষতির সম্ভাবনা। সঙ্কীর্ণ মানসিকতা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

খারাপ ফল হতাশ করতে পারে। প্রেমে জটিলতা। কর্মে পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায়ে আর্থিক মন্দা। পথে ভোগান্তি।

মিথুন: (২২মে – ২১ জুন)

মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। ব্যবসায়ে মন্দা। শিক্ষায় শুভ। প্রেমে সমস্যা। দাম্পত্যে কলহ। পথে অশান্তি।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

প্রেম হারানোর চিন্তা। আজ কোনো পরিকল্পনা না করাই ভালো। কর্মে অলসতা। বাণিজ্য যোগ মন্দা।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

আর্থিক প্রতারণার সম্ভাবনা। বন্ধুর সহযোগিতায় ভাগ্যোদয়। দাম্পত্য কলহ। ব্যবসায়ে নতুন পরিকল্পনা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

মিথ্যে সম্পর্ক নিয়ে কষ্ট। অতিরঞ্জিত ধারনা মনে পুষে রাখাই ভালো। পথে দামি জিনিষ হারানোর সম্ভাবনা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

ব্যবসায়ে আর্থিক মন্দা, তবে নতুন কোনো পরিকল্পনার সম্ভাবনা। পরিবারে কারো দ্বারা ক্ষতির সম্ভাবনা। কর্মযোগ মিশ্র। পথে আঘাত।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

প্রেমে সফলতা। শিক্ষায় বাধা। বিদেশ যাত্রার পরিকল্পনা। কর্মে সফলতা। ব্যবসায়ে মন্দা। পথে কষ্ট।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

আর্থিক ক্ষতি। ব্যবসায়ে বাধা। আত্মীয়র মিষ্টি ভালোবাসা। কর্মে মিশ্র প্রভাব থাকবে। প্রেমে বিষণ্ণতা। দাম্পত্য সুখ মিশ্র।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

সাফল্য পেতে একটু সময় লাগবে। উপস্থিত বিচক্ষণতা অন্যকে সহযোগিতা। কর্মে মিশ্র উন্নতির যোগ। উচ্চ রক্তচাপ সমস্যা ভোগাবে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

প্রেম মধুর। উপহার প্রাপ্তি। কর্মে পদোন্নতির যোগ। ব্যবসায়ে পরিকল্পনা। নতুন সুযোগ। পথে ক্লান্তি।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দাম্পত্য সুখ মিশ্র। নতুন ব্যবসার পরিকল্পনা। চাকরীর স্বার্থে বিদেশ ভ্রমণ। ভ্রমণের পরিকল্পনা। অর্থ কষ্ট।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button