গাজীপুর

কালিয়াকৈরে টাকার বিনিময়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পর ছেড়ে দিল পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে আমির সিকদার(৫৫) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পাঁচ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আমির সিকদার গাজীপুর আদালতে দায়েরকৃত বন মামলার (৫২/১৯) ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রামচন্দ্রপুর আবুল মার্কেটে মুদি মনোহরি দোকানের মালিক আমির শিকদার। রবিবার বেলা ১২টার দিকে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মিনহাজ উদ্দিন ও তার সঙ্গীয় আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে সিএনজিযোগে ওই এলাকায় আসেন। এক পর্যায়ে তারা আমির সিকদারকে তার দোকান থেকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীমসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

অভিযোগ উঠেছে, ওই ওয়ারেন্টভুক্ত আসামিকে সিএনজিতে তুলে স্থানীয় রামচন্দ্রপুর বাজারে নিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ইব্রাহীমকে শিকদার বলেন, ‘আমির সিকদার শারিরীকভাবে অসুস্থ থাকায় ওসির সঙ্গে কথা বলে তাকে ছেড়ে দেয় উপপরিদর্শক মিনহাজ উদ্দিন। বিনিময়ে গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজর টাকা দিতে হয়েছে এসআই মিনহাজ উদ্দিনকে’।

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার কথা স্বীকার করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, আমির সিকদার শারিরীকভাবে অসুস্থা থাকায় ওসি স্যারের সঙ্গে কথা বলে তাকে ছেড়ে দিয়ে আদালতে হাজির হতে বলা হয়েছে। আর এর জন্য কোন টাকা লেনদেন হয়নি বলেও বলেন তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ওয়ারেন্টভুক্ত আসামি আমির সিকদার শারিরীকভাবে অসুস্থা। এ কারণে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button