রাশিফল

ধনুর পকেটে টান, কর্কটের প্রেমে সমাধান

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মে একঘেয়েমি বাসা বাধতে পারে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতি। পরিবারে সমস্যা। যাত্রা শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নতুন মানুষের সঙ্গে পরিচয়। কর্মক্ষেত্রে জটিলতার আশঙ্কা। ব্যবসায়ে শ্রী বৃদ্ধি। মিথ্যা প্ররোচনায় ভুল পথে চালিত হতে পারেন।

মিথুন: (২২মে – ২১ জুন)
বিদেশযাত্রায় বিশেষ সুযোগে আসতে পারে। কর্মে পদোন্নতি। প্রেমে সংশয়। যাত্রা শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দাম্পত্য সুখের মেলবন্ধন বজায় থাকবে। বন্ধুর সহায়তায় প্রেম-সমস্যার সমাধান। কর্মে সফলতা। বাহন ক্রয়ের পরিকল্পনা।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দিনের মধ্যভাগে কর্মে গাফিলতি। দাম্পত্য প্রেম মধুর। প্রেমে মিশ্রযোগ। ছোট ব্যবসায় উন্নতির যোগ। যাত্রাপথ মঙ্গলময়।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেমে মনের মানুষের সাথে আলাপ। ব্যবসায়ে উন্নতি। সরকারি চাকরিজীবীর কর্মে অস্থিরতা। পারিবারিক সুখ মিশ্র।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ইচ্ছেগুলির সামঞ্জস্যতা বজায় রেখে চলুন। প্রেমযোগ শুভ। আর্থিক লাভ শুভ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। ব্যবসায়ে শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাবেন। ব্যবসায়ে সফলতা। প্রেমের প্রস্তাবটা সেরে ফেলতে পারেন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
গোপন সমস্যা মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। পকেটে অর্থের টান। হজমে সমস্যা। প্রেমযোগ মিশ্র। যাত্রাপথ অস্বস্তিকর।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মে কনিষ্ঠ সহকর্মীর সাহায্যে সমস্যার সমাধান। প্রেমে মনোমালিন্য। শিক্ষায় কঠিন সময়। জ্বরজারিতে ভোগান্তি।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থানে সমালোচকদের কথায় আজ কান না দেওয়াই ভালো। দাম্পত্যে জীবনে সাময়িক সমস্যা। অর্থে টান। কর্মে মিশ্রযোগ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দাম্পত্যে কলহ। অলসতা আজ আপনাকে কর্মে মনোনিবেশ করতে দেবে না। অর্থকষ্ট। যাত্রাপথ অস্বস্তিকারক।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button