জিএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘ময়লা ভাগাড় এখন ফুলের বাগান’
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহাসড়কের পাশে এক টুকরো সবুজের ছোঁয়া ফুলের বাগান ‘বটতলা চত্ত্বর’!
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) ওই স্থানের নামকরণ করেন ‘বটতলা চত্ত্বর’।
শনিবার (২৯ জুন) জিএমপি’র ট্রাফিক বিভাগের অফিসিয়াল ফেসবুক ‘ট্রাফিক সেবা জিএমপি’ আইডিতে এ তথ্য জানানো হয়েছে।
জিএমপি’র ট্রাফিক বিভাগের ফেসবুকে আরো জানানো হয়েছে, পুলিশ কমিশনারের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় গত দুইদিন ধরে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই মিলগেট এলাকায় শহীদ সুন্দর আলী সড়কের মুখে ময়লা ভাগাড়কে অস্থায়ীভাবে এক টুকরো সবুজে রূপান্তরের মাধ্যমে ফুলের বাগান করা হয়েছ।
এই বটতলা চত্ত্বরটি সবার জন্য। বাগানটির পরিচর্যা করবেন বলে মিলগেট এলাকায় বসবাসকারী উপস্থিত দোকানদারসহ গণ্যমান্য ব্যক্তিগণ আশ্বাস দেন।
সবচেয়ে লক্ষণীয় বিষয় হল উক্ত এলাকা বসবাসরত একজন ক্লাস থ্রিতে পড়ুয়া ছাত্র এ বাগানটি নিয়মিত পরিচর্যা করবে বলে কথা দেন এবং সে একটি বিষয়ে পরামর্শ দেন তা হল বাগানের পাশে যেন অস্থায়ী ড্রাম রাখা হয় যেখানে পানি স্টোর থাকবে যাতে সেখান থেকে সেই প্রতিদিন মসজিদে আসা-যাওয়ার সময় ফুলের বাগানে পানি দিতে পারে।
সকল ফেসবুক বন্ধুদেরকে উক্ত বাগানটি পরিদর্শন করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে।
প্রসঙ্গত: ওই জায়গা ফুটপাতে দুটি দোকান ছিল এর পাশেই ছিল ময়লার ভাগাড়। দোকান দু’টি সরানোর সাথে সাথে অবৈধভাবে ট্রাক পার্কিং করে। বর্তমানে ফুলের বাগান, যার নাম ‘বটতলা চত্বর’
#এসি ট্রাফিক (দক্ষিণ)
জিএমপি, গাজীপুর