রাশিফল

প্রেম নিয়ে চিন্তিত মেষ, প্রলোভনের হাতছানি বৃষের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেম নিয়ে অযথা চিন্তা। কর্মপথে বাধা আসলেও সফল হবেন। কর্মে উন্নতির যোগ। দাম্পত্যে মনোমালিন্য সমস্যা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মক্ষেত্রে সমস্যার সমাধান। সহকর্মীর সহযোগিতা। ব্যবসায়ে মিশ্র ফল। প্রলোভনের হাতছানি।

মিথুন: (২২মে – ২১ জুন)
কারো ব্যবহারে আজ আপনি কষ্ট পেতে পারেন। মাথা ঠাণ্ডা রাখুন। কর্মে উন্নতি। প্রেমে নিয়ে অযথা ভীত হওয়ার কারণ নেই।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দাম্পত্য সুখ মধুর। প্রেমের পথে নতুন সূচনা। কর্মে সফলতা। যাত্রা পথে অঘটন ঘটার সম্ভাবনা।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
মানসিক অবসাদ। কর্মে বিঘ্ন। নতুন কিছু করার জন্য দিনটি শুভ। প্রেমে সমস্যা। দাম্পত্য যোগ মিশ্র। ব্যবসায়ে উন্নতি।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অহেতুক অর্থ ব্যয়। ব্যবসায়ে উন্নতি। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদ। উচ্চরক্ত চাপের সমস্যা।

তুলা: (২৪ সেপ্টেম্বর– ২৩ অক্টোবর)
সঙ্গীর মাধ্যমে উপহার প্রাপ্তি। আর্থিক লাভ মিশ্র। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। ব্যবসার শুভ যোগ। যাত্রাপথ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় দাম্পত্যে সমস্যার সমাধান। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা। কর্মে মিশ্রফল।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দাম্পত্য যোগ শুভ। মধ্যভাগে কর্মে উন্নতি। পারিবারিক সমস্যা। ব্যবসায়ে আর্থিক উন্নতি। যাত্রায় বাধা।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেমের উপস্থিতি নতুন উদ্যমের সঞ্চার করবে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি। শিক্ষাক্ষেত্রে উন্নতি। কর্মে মিশ্রফল।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্য সমস্যা। কর্মে উন্নতি। ব্যবসায়ে আর্থিক উন্নতি। যাত্রাপথে বিঘ্ন। অর্থযোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পরিবারে শারীরিক সমস্যা আপনাকে চিন্তায় রাখবে। সঙ্গীকে মনের কথাটা বলে ফেলুন। কর্মে উন্নতির সম্ভাবনা। আর্থিক যোগ মিশ্র।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button