নারায়ণগঞ্জের পরিদর্শকসহ ১০ পুলিশ ক্লোজড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কর্তব্যে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জে এক পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্যকে সাময়িক ক্লোজড করা হয়েছে।
সোমবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে ওই আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জেলা পুলিশের সূত্র জানিয়েছে, কর্তব্যে অবহেলার কারণে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে ১০ পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনস-এ ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।
তারা হলেন- সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আলমগীর, এসআই মাহফুজ, কনস্টেবল রুহুল আমিন, আসাদুজ্জামান ও মাসুদ রানা এবং পুলিশ লাইনস-এর এএসআই ইছা তালুকদার ও রাসেল মিয়া, নায়েক সূর্য মিয়া, কনস্টেবল রাশেদ মিয়া।
ওই সূত্র জানায়, জেলা পুলিশ লাইনস-এ কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলছে। সেখানে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও (২) ও জেলা পুলিশের প্রেস উইং সাজ্জাদ রুমন ১০ পুলিশ সদস্যের ক্লোজড হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।