গাজীপুর কণ্ঠ ডেস্ক : আগামী ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষর রয়েছে এ চিঠিতে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
একটি সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী, নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবেন তারা। এ ছাড়া সাম্প্রতিক সময়ে নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা-হামলা হয়েছে, সে সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রতিকার চাইবেন।
তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে ভোটের বাকি আর মাত্র ১৪ দিন। এখন চলছে ভোটের প্রচার-প্রচারণা। বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে তাদের প্রার্থীরা প্রচার-প্রচারণায় নানাভাবে বাধার মুখে পড়ছে।