প্রেমে ক্ষতির যোগ আছে তুলার, সংসারে অশান্তি বাড়তে পারে মকরের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসায় অর্থের অভাব পরিলক্ষিত হয়। আয় হবে, তবে সঞ্চয় হবে না।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ফটকা ব্যবসায় লাভ হবে। কর্মে অতৃপ্তি থাকবে। মনে শান্তি থাকলেও সংসারে শান্তি থাকবে না।
মিথুন: (২২মে – ২১ জুন)
আইনি ও লেখার কাজ অসমাপ্ত থাকবে। কর্মে সুনাম হলেও পরবর্তী সময়ে বিপদ থেকে সতর্ক থাকুন। দূরের ভ্রমণ বাতিল করুন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসায় পুঁজি বিনিয়োগে সমস্যা দেখা দেবে। আয় থেকে ব্যয় বাড়বে। পরিবারে অস্থিরতা বাড়বে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মে গোপন শত্রুরা তৎপর হবে। ব্যবসায় উন্নতি হবে। হঠাৎ প্রাপ্তি যোগ আছে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মক্ষেত্রে গোলযোগ অব্যাহত থাকবে। কাজে শান্তি পাওয়া কঠিন হবে। পেটের রোগ দেখা দিতে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায় নতুন যোগাযোগ হবে। আয় ও ব্যবসা বাড়বে। প্রেমে মানুষের ক্ষতি যোগ আছে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মে বিশেষ উন্নতি না হলেও আয় বাড়বে। বন্ধুর জন্য অতৃপ্তি লাভ হবে। স্ত্রীর দিক থেকে মানসিক চাপ আসতে পারে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কাজের ভিড় কম। প্রতিবেশীরা অতৃপ্তি সৃষ্টি করবে। নানা পীড়া বাড়তে পারে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মে আয় বাড়বে, কিন্তু সংসারে অশান্তিও বাড়তে পারে। ব্যবসায় উন্নতি যোগ আছে। প্রেম-রোমাঞ্চ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আইনি কাজে সাফল্য পাবেন। পেটের পীড়ায় মনে অতৃপ্তি বাড়বে। বন্ধুরা কাজে সহযোগিতা করবে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসায় মূলধন লোপ পেতে পারে। ভালোভাবে বুঝে বিনিয়োগ করুন। রাজনীতিতে খুব সুবিধা হবে না। সুসময়ের অপেক্ষা করুন।