নাশকতার মামলায় পীরজাদা রুহুল আমীনকে আদালতে প্রেরণ
গাজীপুর কণ্ঠ : গাজীপুর-৩ (শ্রীপুর-মির্জাপুর- পিরুজালী-ভাওয়ালগড়) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইকবাল সিদ্দিকীর (গণফোরাম) নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ককে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ও শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।
পীরজাদা রুহুল আমীনের ছেলে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নাহীন আহমেদ মমতাজী জানান, শুক্রবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকায় ধানের শীষের নির্বাচনী গণসংযোগ ছিল। গণসংযোগ শেষে ফেরার পথে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই এলাকা থেকে পুলিশ তার বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও বাবার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা ছিল না।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত পীরজাদা রুহুল আমীনকে শনিবার সকালে নাশকতার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।