কালীগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি করে জরিমানা দিল ছাত্রদল নেতা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি ও পরিবহনের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করে ৬টি ড্রামট্রাক আটক করে পুলিশ ও উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্টে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হলে তা পরিশোধ করেছে মাটি ব্যবসায়ী ছাত্রদল নেতা আল আমিন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতভর অভিযান পরিচালনা করে এসব ট্রাক আটক করা হয়।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরসাদী, জামালপুর ও মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন স্থানের কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। বৃহস্পতিবার রাতভর উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মাটি পরিবহনে যুক্ত ছয়টি ড্রামট্রাক আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ট্রাক চালকদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। সে সময় তাদের পক্ষে জরিমানা অর্থ পরিশোধ করেছে মাটি ব্যবসায়ী বাহাদুরসাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন। মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।
আরো জানতে…….
কালীগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি, ভাই-বোনকে জরিমানা
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ছাত্রদল নেতাকে অর্থদণ্ড
বেলাই বিলে বালু ভরাট: ‘বাংলা মার্ক’ কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জে কৃষি জমি ভরাটের দায়ে এবার তিনজনকে ছয় মাসের কারাদণ্ড
কালীগঞ্জে ২২টি হাউজিং কোম্পানির কার্যক্রমে হাইকোর্টের স্থিতাবস্থা জারি
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় এবার পাঁচজনের ১৫ দিনের কারাদণ্ড
কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে ইউএনও’র অভিযান, ব্যাটারি জব্দ
কালীগঞ্জে সড়কের আতঙ্ক অবৈধ ট্রলি বন্ধে অভিযান, দুই লক্ষাধিক টাকা জরিমানা
কালীগঞ্জে কৃষি জমির মাটা কাটায় এবার তিনজনকে কারাদণ্ড
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা
কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা