গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিরোধী দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ায় সরকার অনিশ্চয়তা পড়ে গেছে বলে মনে করছেন গণফোরামের সভাপতি ও বিরোধী দলগুলোর জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।
বুধবার বিকালে পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এটা বুঝতে পারছি সরকার খুব অনিশ্চয়তায় পড়ে গেছে। তারা প্রথমত ধারণা ছিল এবারও ২০১৪ সালের মতো নির্বাচন হবে। যেনতেনভাবে নির্বাচন করে তারা ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে। সরকার ভেবেছিল আমরা অপ্রস্তুত, আমরা কেউ নির্বাচন করব না। এভাবে তারা আরও পাঁচ বছরের জন্য ক্ষমতা পেয়ে যাবেন। যখনই আমরা সিদ্ধান্ত নিলাম নির্বাচনে আসব তখন থেকে দেখছি তাদের মধ্যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।’
জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রহরীর মতো ভূমিকা পালন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ড. কামাল। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এটা হলে সরকারের অপচেষ্টা মোকাবিলা করে মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।
‘আপনারা যদি সতর্ক থাকেন, সক্রিয় থাকেন তাহলে অনেকাংশেই ক্ষমতার মালিক জনগণকে জানিয়ে দেওয়া যায় যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের আইন লঙ্ঘনের চেষ্টা হচ্ছে।’
সরকারের লোকজন পক্ষপাতিত্ব করলে সঙ্গে সঙ্গে জনগণকে সেটা ধরিয়ে দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ড. কামাল।