গাজীপুর

কালীগঞ্জে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে পৃথক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলো, নাগরী ইউনিয়নের কেটুন গ্রামের লিটন পালের স্ত্রী স্বপ্না রানী পাল (২৭) এবং মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে মো: আরিফুল ইসলাম (২৬) ও হেমায়েত উদ্দিনের ছেলে আল আমিন (২৮)। তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নাগরীর কেটুন গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ লিটার চোলাই মদসহ স্বপ্না রানী পাল গ্রেপ্তার করা হয়।

অপরদিকে একই সময়ে পৃথক অভিযানে মোক্তারপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ মো: আরিফুল ইসলামকে এবং ২০ পিস ইয়াবাসহ আল আমিনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় তাদের তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এরকম আরও খবর

Back to top button