গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ উঠেছিল, যা তদন্তে প্রমাণিত হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতরের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, আমিনুল ইসলামের সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ বন্ধ করতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এটি বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে আরও একবার সতর্কবার্তা, দলের নেতাকর্মীরা অপকর্মে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।