খেলাধুলা

বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়াম গেটে হট্টগোল

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : বিপিএল ম্যাচের টিকিট কিনতে না পেরে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে টিকিট প্রত্যাশীদের মাঝে উত্তেজনা তৈরি হয়। তখন পরিস্থিতি বিশৃঙ্খল আকার ধারণ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত লোকজনের কাছে জানতে চাইলে তারা সংবাদ মাধ্যমকে জানান, বিপিএল এর টিকিট প্রত্যাশীরা স্টেডিয়ামের ২ নং গেটে ভিড় করতে থাকে। তারা টিকিটের দাবিতে স্লোগান দিতে থাকে। তখন হট্টগোল তৈরি হয়। উত্তেজিত লোকজন সড়ক অবরোধের এবং একপর্যায়ে স্টেডিয়ামের ফটক ভাঙার চেষ্টা করে। এ সময় তারা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের গাড়ি আটকের চেষ্টা করে বলেও জানা যায়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে কিছু লোক টিকিটের জন্য জড়ো হয়েছিল। এখান থেকে টিকিট দেওয়া হবে না জানিয়ে বিসিবির দায়িত্বপ্রাপ্তরা তাদের সরে যেতে বলেন। তখন টিকিট প্রত্যাশীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান সংবাদ মাধ্যমকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিপিএলের এবারের আসর শুরু হয়েছে আজ সোমবার (৩০ ডিসেম্বর) থেকে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। বেলা ১টা ৩০ মিনিটে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স।

এরকম আরও খবর

Back to top button