সারাদেশ

টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের পাঁচজন নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে মুচড়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ উপজেলায় এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ওই দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, রাজধানীর জুরাইন এলাকা বাসিন্দা সোহান মিয়া, তার স্ত্রী অনামিকা আক্তার, তাদের শিশুসন্তান ইমি, সোহান মিয়ার শাশুড়ি আমেনা বেগম, শ্যালিকা অ্যানি আক্তার।

সোহান মিয়া ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ছুটির দিনে পরিবার নিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জ যাচ্ছিলেন।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়াগামী লেনে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারটিকে পেছন থেকে প্রচণ্ড গতিতে আসা বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।

“কারটি ছাড়াও দুর্ঘটনা কবলিত হয় আরও একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল। প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত হন আরও আটজন।

খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পথে চার জনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্যদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সফিকুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।

গত ৬ দিনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আটটি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

এরকম আরও খবর

Back to top button