গাজীপুর

কালীগঞ্জে ‘সরকারি হাটের নিয়ন্ত্রণ’ নিতে ব্যর্থ হয়ে ভাঙচুর ও মালামাল চুরি, মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জের আলোচিত সরকারি চুপাইর পশুর হাটের নিয়ন্ত্রণ নেয়ার অপচেষ্টায় ব্যর্থ হয়ে অফিস কক্ষ, চেয়ার-টেবিল ভাঙচুর ও মালপত্র চুরির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

মামলায় ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তরা হলো, রাতকানা এলাকার লালু (২৫), সোহাগ (২৫), কলাপাটুয়া এলাকার নুর আলম (৩২), নাইমুল রহমান (২৪), নাইম (২২), হরিদেবপুর এলাকার কবির হোসেন পালোয়ান (৪৮) এবং শফিক ওরফে শফি (৩৫)।

সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর চুপাইর পশুর হাট জোরপূর্বক নিয়ন্ত্রণে রেখেছিলো স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সে সময় তারা নিজস্ব লোক দিয়ে হাট থেকে প্রতি সপ্তাহে অর্থ উত্তোলন করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। গত ফেব্রুয়ারি মাসে হাটের নিয়ন্ত্রণ নেয় উপজেলা প্রশাসন। এরপর থেকেই প্রতি বৃহস্পতিবার নিজস্ব জনবল দিয়ে হাট পরিচালনা ও রাজস্ব আদায় করে আসছে উপজেলা প্রশাসন। ওই সময় থেকেই পুণরায় হাটের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নেয়ার চেষ্টা চালিয়ে আসছিলো আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যদিও গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা সবাই আত্মগোপনে চলে যায়।‌ কিন্তু এরপর হাটের নিয়ন্ত্রণ নেয়ার জন্য নতুন করে পায়তারা শুরু করে বিএনপি সমর্থিত অসাধু কতিপয় স্থানীয় নেতা-কর্মী। এর অংশ হিসেবে হাটে রাজস্ব আদায়কারী কর্মচারীদের বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে তারা। এর জের ধরেই বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মামলার বাদী জামালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন সংবাদ পায় চুপাইর পশুর হাট থেকে গরু বাঁধার বাঁশের খুঁটি, রাজস্ব আদায়ের অফিস ঘর, অফিস ঘরের চেয়ার-টেবিল ভাংচুর করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে রাজস্ব আদায়কারী কর্মচারী ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনেন নায়েব জসিম উদ্দিন। সে সময় তিনি জানতে পারেন বুধবার দিবাগত রাতে অভিযুক্তরাসহ অজ্ঞাত আরো ১৫-২০ জন মিলে হাট পরিচালনায় বাঁধা দেয়ার উদ্দেশ্যে হাটে থাকা গরু বাঁধার খুঁটি, রাজস্ব আদায়ের অফিস ঘর, অফিস ঘরের চেয়ার-টেবিল ভাংচুর প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে। এছাড়াও প্রায় ৩ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন মালপত্র চুরির করে নিয়ে গেছে অভিযুক্তরা। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে জসিম উদ্দিন বাদী হয়ে সরকারী কাজে বাঁধা, ভাঙচুর ও চুরির অভিযোগে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন {মামলা নাম্বার ২৮(১২)২৪}}

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সেলিম শেখ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনা হবে।

এরকম আরও খবর

Back to top button