কালীগঞ্জে ‘লাইসেন্স বিহীন’ পরিচালিত ‘বন্ধন জেনারেল হাসপাতালে’ ইউএনও’র অভিযান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইন্সেন বিহীন পরিচালিত ‘বন্ধন জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে’ মোবাইল কোর্ট পরিচালনা ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বাশার বাজারে অবস্থিত বন্ধন হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইন্সেন ছাড়াই দীর্ঘদিন যাবৎ কার্যক্রম পরিচালনা করেছিলো ‘বন্ধন জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার’। বিশেষজ্ঞ চিকিৎসক বসিয়ে রোগী দেখা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা এবং রোগী ভর্তিসহ বিভিন্ন ধরনের মেডিকেল সেবার নামে বাণিজ্য করেছে হাসপাতাল কৃর্তপক্ষ। এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ হাসপাতালে অভিযান পরিচালনা করেন।
সে সময় হাসপাতাল পরিচালনার লাইসেন্স দেখাতে পারেনি কৃর্তপক্ষ। তবে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্সসহ সকল ধরনের অনুমোদন সম্পূর্ণ করে হাসপাতাল পরিচালনা করবেন বলে মুচলেকা দিয়েছে কৃর্তপক্ষ। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ৭ ও ৮ ধারায়’ হাসপাতালের ব্যবস্থাপক মাহবুবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।