কালীগঞ্জের নতুন এসিল্যান্ড আল আমিন হালদার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আল আমিন হালদারকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত সোমবার (২৩ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক অফিস আদেশে কালীগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আল আমিন হালদারকে (১৯১১৫) পদায়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ৩৮তম ব্যাচের এই আল আমিন হালদার ২০২২ সালের ১৯ জুন থেকে ২০২৪ সালের ২১ মার্চ পর্যন্ত সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি ২০২৪ সালের ০৯ অক্টোবর থেকে সর্বশেষ খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর গত ১৭ ডিসেম্বর তাকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কেরানীগঞ্জ বদলি করা হয়। পরে গত ২০ ডিসেম্বর ওই আদেশ বাতিল করে রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাকে বদলি করা হয়। এর চার দিনের মাথায় ২৪ ডিসেম্বর আবার ওই আদেশ বাতিল করে আল আমিন হালদারকে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।
আল আমিন হালদারের নিজ জেলা মুন্সিগঞ্জ।
আরো জানতে…….
কালীগঞ্জের এসিল্যান্ড নূরী তাসমিন উর্মির বদলি
একযোগে গাজীপুরের চার এসিল্যান্ডকে বদলি