ভারতঘেষা চিন প্রদেশ দখলের দাবি আরাকান আর্মির
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর সীমান্ত ঘেষা চিন প্রদেশ দখলের দাবি করেছে মায়ানমারের বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে অং সান সু চির সমর্থনকারী স্থানীয় পত্রিকা ‘দ্য ইরাবতী’।
আরাকান আর্মির মতে, চিন প্রদেশের প্রায় ৮৫ শতাংশ এখন তাদের দখলে।
এই অঞ্চলে মায়ানমারের কুকি-চিন জনগোষ্ঠীর বসবাস।
আরাকান আর্মির তৎপরতার কারণে নতুন করে মণিপুর রাজ্যে কুকিদের অভিবাসনের আশংকা করেছে দিল্লি।
এর আগে থাইল্যান্ড ও চীনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে বিদ্রোহীগোষ্ঠী।
আরাকান আর্মির নেতৃত্বে ক্ষমতাসীন জান্তা সরকারবিরোধী অবস্থান নিয়েছে চিন ব্রাদারহুড, ইয়াও ডিফেন্স ফোর্স, দ্য ইয়াও আর্মি এবং মোনিয়াওয়া পিপলস ডিফেন্স ফোর্স।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে ট্যাং ন্যাশনাল আর্মই (টিএনএলএ) ও মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মিকে (এমএনডিএএ) সঙ্গে নিয়ে আরাকান আর্মি ‘দ্য ব্রাদারহুড আলায়েন্স’ নামে জান্তাবিরোধী একটি জোট গঠন করে।
পরবর্তীতে চিন ন্যাশনাল আর্মি (সিএনএ), দ্য চিনিল্যান্ড ডিফেন্স ফোর্স (সিডিএফ), দ্য কাচিন লিবারেশন ডিফেন্স (কেডিএলএফ) এই জোটে যোগ দেয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকার হটিয়ে সামরিক শাসন জারির পর থেকেই মায়ানমারের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা দেখা দেয়।
সামরিক বাহিনী সমর্থিত জান্তা সরকারের দমনে বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে সশস্ত্র অভিযান পরিচালনা শুরু করে।
এই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ চিন অঞ্চল দখলে নেওয়ার মাধ্যমে মায়ানমারের সীমান্তে প্রভাব আরও শক্ত করল বিদ্রোহীজোট।
তবে মায়ানমার সীমান্তে উত্তেজনা বাংলাদশ ও ভারতের জন্যে ক্ষতিকর বলেই আশংকা করছেন বিশ্লেষকরা।